• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বরগুনায় অগ্নিকাণ্ডে পুড়লো ১০ দোকানঘর

বরগুনা উত্তর প্রতিনিধি

  ২৫ এপ্রিল ২০১৮, ১০:০৯

বরগুনার পাথরঘাটায় পৌরশহরের একটি মার্কেটে অগ্নিকাণ্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ার সংলগ্ন হক মার্কেটে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ওষুধের দোকান, চাইনিজ রেস্টুরেন্ট, ফলের দোকান ও বেকারি দোকানসহ ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুরে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়িরা।

মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পরে। বাজারে থাকা লোকজন আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ারসার্ভিসকর্মীরা ঘটনাস্থলে এসে দুইঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

আগুনের ঘটনা পাথরঘাটা কেন্দ্রীয় মসজিদ থেকে মাইকে ঘোষণা করলে শতাধিক লোক এসে ফায়ার সার্ভিসকে সহায়তা করে।

--------------------------------------------------------
আরও পড়ুন : মেহেরপুরে দুই পক্ষের গোলাগুলিতে যুবক নিহত
--------------------------------------------------------

ফায়ার সার্ভিসকর্মীরা জানান, আব্দুল খালেকের দোকানের বৈদ্যুতিক শটসার্কিট থেকে ঘটনার সূত্রপাত হয়েছে।

প্রত্যদর্শীরা বলেন, পাথরঘাটা পল্লীবিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের গাফিলতির কারণে এতোটা আগুন ছড়িয়ে পড়ে। তাদেরকে আগুনের কথা বলার প্রায় ২০ মিনিট পর বিদ্যুৎ লাইনের সুইচ বন্ধ করেন।

তালুকদার ফার্মেসির মালিক গিয়াস তালুকদার বলেন, আমাদের কোনো কিছুই রক্ষা করা যায়নি। আমার ঘরসহ আর্থিক ক্ষতি কোটি টাকারও বেশি।

ইটালিয়ান ফুড কর্নারের মালিক রোকনুজ্জামান রুকু বলেন, আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা পূরণ হবার নয়।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেক আইডিতে প্রেম, দেখা করতে গিয়ে যুবক ধরা
বরগুনা প্রেস ক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে
পাথরঘাটায় শূকরের কামড়ে নারীসহ আহত ৫
বরগুনায় ৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ
X
Fresh