• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি

  ২৪ এপ্রিল ২০১৮, ২৩:০৭

টেকনাফ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে দুটি এলজি ও দু’রাউন্ড তাজা কার্তুজসহ জায়েদ আলমসহ এক রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে টেকনাফ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ডাকাত জায়েদ আলম (৩০) নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এমআরসি নং- ৬০১৭৭ ধারি উলা মিয়া ওরফে গুরা মিয়ার ছেলে।

টেকনাফ মডেল থানা পুলিশের ওসি রণজিত বড়ুয়া আরটিভি অনলাইনকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে নয়াপড়া শরণার্থী ক্যাম্পের পাশে ইবিসি ব্রিক ফিল্ডে অস্ত্র গুলি রেখেছে বলে জানান। পরে পুলিশ ব্রিক ফিল্ডের উত্তর-পশ্চিম কোনে ইটের নিচ থেকে ২ রাউন্ড গুলি ভর্তি ২টি এলজি উদ্ধার করে।

ওসি আরও জানান, ধৃত ডাকাত জায়েদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি প্রস্তুতি মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
ডাকাতিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
X
Fresh