• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

প্রকাশ্যে গৃহবধূকে গুলি করে হত্যা করলো যুবলীগ নেতা

ফেনী প্রতিনিধি

  ২৪ এপ্রিল ২০১৮, ১৯:০৫

ফেনীর দাগনভূঁইয়া উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে যুবলীগ নেতা জাহাঙ্গীরের গুলিতে শারমিন আক্তার (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে আদু ভূঁঞার বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে দাগনভূঁইয়ার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও ডেকোরেটর ব্যবসায়ী মো. জাহাঙ্গীর প্রকাশ্যে শারমিন আক্তারকে (২৫) তার ঘরের সামনে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

২০১২ সালে জাহাঙ্গীর শারমিন আক্তারকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। তখন এলাকার গ্রাম্য সালিশে তার শাস্তি হয়। সেই রাগে ও ক্ষোভে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী।

নিহতের স্বামীর নাম ওমর ফারুক। তিনি শারমিন আক্তারকে নিয়ে ঢাকায় বসবাস করেন। মঙ্গলবার সকালে তারা ঢাকা থেকে বাড়ি আসেন।

দাগনভূঁইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীপুরে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ 
বাবাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে পলাতক 
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
শিশুকে গলাকেটে হত্যা, নানা গ্রেপ্তার 
X
Fresh