• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গাজীপুর সিটি নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

গাজীপুর প্রতিনিধি

  ২৪ এপ্রিল ২০১৮, ১৫:১৮

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার শেষে আজ মঙ্গলবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

মেয়র পদে বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম, বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ মো. হাসান উদ্দিন সরকার, ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী ফজলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. নাসির উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মো. জালাল উদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত কাজী মো. রুহুল আমিন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন একজন। তিনি হলেন ফরিদ আহমেদ।

জাসদ মনোনীত রাশেদুল হাসান রানা ও মহানগর জামায়াতের আমীর এসএম সানাউল্লাহ দুজনই তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

এস এম সানাউল্লাহ এরইমধ্যে বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়েছেন। সকাল থেকেই প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে গাজীপুর নির্বাচনী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অবস্থান নেন। সকাল ১০টা থেকে মেয়র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ শুরু হয়। প্রতীক বরাদ্দ পেয়ে সিটি নির্বাচনে নিজ নিজ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন প্রার্থীরা।