• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বৈশাখী মেলার নামে রমরমা জুয়ার আসর

ঝিনাইদহ প্রতিনিধি

  ২৪ এপ্রিল ২০১৮, ১৪:৩১

চলমান এইচএসসি পরীক্ষার মধ্যেও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বৈশাখী মেলার নামে চলছে রমরমা জুয়ার আসর।

জানা যায়, গেলো এক সপ্তাহ ধরে শুরু হওয়া কালীগঞ্জ কাশিপুর রেলওয়ে মাঠে বৈশাখী মেলার নামে চলছে উন্মুক্ত স্থানে জুয়া ও র‌্যাফেল ড্র।

স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাইকিং করে মেলার প্রচার করা হচ্ছে। এলাকার উঠতি যুবকরা ভোর রাত পর্যন্ত ভিড় জামাচ্ছেন জুয়ার আসরে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, মেলার নামে চলছে চরকা খেলা, জুয়ার আসর। মেলায় বসানো হয়েছে হরিণ, বাঘ, সিংহ ও পাখিসহ বিভিন্ন মার্কার চরকা ড্র। আয়োজকরা এতই বেপরোয়া যে নামাজের সময় পর্যন্ত মাইক বন্ধ করছে না। মেলার নামে গ্রামগঞ্জে ঘুরে বেড়াচ্ছে প্রচার মাইক। এ নিয়ে মানুষ ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠেছে।