• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

সিলেটে মৃদু ভূমিকম্প

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ এপ্রিল ২০১৮, ১২:১৭

সিলেটে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ লুৎফর রহমান আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক এলাকায়। উৎপত্তিস্থলে এর মাত্রা ছিল ৫.২। ঢাকার আগারগাঁও থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ৪৪১ কিলোমিটার।

এ ভূমিকম্পে সিলেটে কোথায়ও কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ ও বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে ছেলের হাতে বাবা খুন
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬
চমক রেখে সিলেট টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষ, নিহত বেড়ে ৫
X
Fresh