• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

শিশু ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চট্টগ্রাম প্রতিনিধি

  ২৪ এপ্রিল ২০১৮, ১১:৫৯

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শিশু ধর্ষণ মামলার এক আসামির মৃত্যু হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি শুটার গান, পাঁচ রাউন্ড গুলি ও খালি খোসা উদ্ধার করেছে র‌্যাব।

মঙ্গলবার ভোরে বাঁশখালী ও পেকুয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুল হাকিম মিন্টু (৩০)। তিনি শেখেরখীল ইউনিয়নের টেকপাড়া গ্রামের শামসুল আলমের ছেলে।

চট্টগ্রাম র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার মিমতানুর রহমান আরটিভি অনলাইনকে জানান, গেলো ১৮ মার্চ সন্ধ্যায় ১০ বছর বয়সী এক শিশু উপজেলার শেখেরখীল ইউনিয়নের টেকপাড়া গ্রামে ধানক্ষেতে ঘাস কাটতে যায়। এসময় মিন্টু তাকে ধর্ষণ করে। পরে ২১ এপ্রিল শিশুটির বাবা একটি মামলা করে।

মঙ্গলবার ভোরে মিন্টু বাঁশখালী-পেকুয়া সীমান্তে অবস্থান করছে খবর পেয়ে র‌্যাব অভিযানে গেলে তাদের উদ্দেশে গুলি করে মিন্টুর সহযোগীরা।

এসময় র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি করলে কিছু লোক পালিয়ে যায়। সেখানে এক যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে ওই যুবকের পকেটে থাকা কাগজপত্র দেখে মরদেহটি আব্দুল হাকিম মিন্টুর বলে নিশ্চিত হয় র‌্যাব।

চট্টগ্রাম র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার মিমতানুর রহমান আরও জানান, ধর্ষিত শিশুটি স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। আর আসামি মিন্টু এলাকায় বখাটে হিসেবে পরিচিত।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রেমিক গ্রেপ্তার
মাদক সেবনে বাধা, বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যা
মাদকের টাকার জন্য স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দিলেন স্বামী
মন্দিরে সিঁদুর পরিয়ে নারীকে ধর্ষণ, অতঃপর....
X
Fresh