• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দুই জেলায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৩ এপ্রিল ২০১৮, ১০:৫৪

কিশোরগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে বৃষ্টির সময় বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়।

জানা যায়, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের কাঁটাবন ও বাহেরবালী হাওরে ধান কাটার সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা তৌহিদ ও আব্দুর রাশিদ নামে দুই শ্রমিক। একই সময় জেলার মিঠামইন উপজেলার বৈরাটি এলাকায় বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে মারা যান রূপচান নামে এক নারী।
--------------------------------------------------------
আরও পড়ুন : খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল
--------------------------------------------------------

অন্যদিকে হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। লাখাই উপজেলার হাওরে রোববার ধান কাটতে যান সুজনপুর গ্রামের নূপুর মিয়া (৪৫) ও আপন মিয়া (৩৫)। বিকেলে কালবৈশাখী ঝড় শুরু হলে বজ্রপাতে তারা গুরুতর আহত হন।
তাৎক্ষণিক হাওরে থাকা অন্য কৃষকরা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এছাড়া বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের মঈন উদ্দিন নামে ৮ বছরের একটি শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় বজ্রপাতে সে ঘটনাস্থলেই মারা যায়।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাইমচরে ঘুরতে এসে বজ্রপাতে প্রাণ গেল যুবকের
সুনামগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু 
বজ্রপাতে ৩ জেলায় ৪ জনের মৃত্যু
শিবচরে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের 
X
Fresh