• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

গাইবান্ধা প্রতিনিধি

  ২২ এপ্রিল ২০১৮, ০৮:৪৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৮ জন।

রোববার ভোরে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের পান্থপাড়ার বকচরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপর পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধার কাজ শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা টিএস পরিবহন নামে একটি নৈশকোচ পঞ্চগড় যাচ্ছিল। বাসটি পান্থপাড়ার বকচর এলাকায় পৌঁছালে ঢাকাগামী বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কোচ ও ট্রাক চালকসহ চারজন নিহত হন। এছাড়া এ ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছে অন্তত ১৮ জন। আহতদের উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত ৭ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে শিশু ও নারী রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের আত্মীয় স্বজনরা আসলে তাদের পরিচয় জানা যাবে।