• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

আমিরাতের চাহিদা অনুযায়ীই শ্রমিক পাঠাবো: প্রবাসীকল্যাণমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ এপ্রিল ২০১৮, ২১:২৮

আরব আমিরাতে দক্ষ শ্রমিক পাঠাতে বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত। তবে সে দেশের চাহিদার ভিত্তিতে শ্রমিক পাঠানো হবে। বললেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। আজ শনিবার দুপুরে সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। প্রযুক্তিনির্ভর উন্নত প্রশিক্ষণ দেয়া হচ্ছে। দীর্ঘদিন পর আরব আমিরাতের শ্রমবাজার খুলে যাওয়ায় বাংলাদেশিদের কাজের সুযোগ সৃষ্টি হবে। এতে বৈদেশিক রেমিটেন্স আরও বাড়বে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর। সেজন্য সরকারি সেবাসমূহ বিকেন্দ্রীকরণ এবং সহজীকরণের কাজ করে যাচ্ছে সরকার। বিদেশগামী কর্মীদের সকল প্রকার হয়রানি বন্ধ এবং সেবা সহজীকরণে মন্ত্রণালয় বদ্ধপরিকর।

মন্ত্রী বলেন, গত বছর বিদেশে ১১ লাখ লোকের কর্মসংস্থান সম্ভব হয়েছে।এ বছর লক্ষ্যমাত্রা ১২ লাখ নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য মাহমুদউস সামাদ চৌধুরী কয়েস, বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম, জেলা প্রশাসক নুমেরী জামান প্রমুখ।

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে হিট স্ট্রোকে রিকশাচালকের মৃত্যু
সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
সিলেটে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩
কোম্পানীগঞ্জে রাস্তার পাশে পড়েছিল এক ব্যক্তির মরদেহ 
X
Fresh