• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভূমিধস ও বন্যার ঝুঁকিতে লাখো রোহিঙ্গা ও স্থানীয়রা

টেকনাফ প্রতিনিধি

  ২১ এপ্রিল ২০১৮, ১৭:১৯

আসছে বর্ষা মৌসুম। এই মৌসুমে ভূমিধস ও বন্যার ঝুঁকিতে রয়েছেন মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে আসা লাখ লাখ রোহিঙ্গা। সেইসঙ্গে ঝুঁকির মধ্যে রয়েছেন স্থানীয়রাও।

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ ও উখিয়ার উঁচু পাহাড় ও পাদদেশে বাস করছে লাখ লাখ রোহিঙ্গা। এদের মধ্যে অনেকে পাহাড় কেটে ও গাছপালা ন্যাড়া করে ঝুপড়ি ঘর তৈরি করেছে। ফলে আসন্ন বর্ষা মৌসুমে রোহিঙ্গারা তো বটেই স্থানীয়রাও রয়েছে ভূমিধস ও বন্যার ঝুঁকিতে।

গেলো বছরের ২৪ আগস্টের পর থেকে মিয়ানমারের সেনাবাহিনীর অত্যাচারে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে এসে টেকনাফ ও উখিয়া উপজেলায় আশ্রয় নিয়েছে। কিন্তু যেসব রোহিঙ্গা পরিবার পাহাড়ের চূড়ায় ও পাদদেশে রয়েছে ভারী বর্ষণ হলে তাদের দুর্ঘটনায় পড়ার সম্ভবনা রয়েছে। জাতিসংঘের তথ্যমতে অন্তত দেড় লাখ রোহিঙ্গা এই দুর্ঘটনা ঝুঁকির মধ্যে রয়েছে।

তবে এরইমধ্যে সরকারি ও বেসরকারিভাবে ঝুঁকিতে থাকা বেশ কিছু রোহিঙ্গা পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।