• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লাইনে কাজের সময় বাসচাপায় প্রাণ গেলো দুই বিদ্যুৎকর্মীর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ এপ্রিল ২০১৮, ২০:১৩

ফেনীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় দুই কর্মীকে চাপা দিলে তারা ঘটনাস্থলেই নিহত হন। অপর একজন আহত হয়েছেন।

শুক্রবার বিকেলে ছাগলনাইয়ার নিজকুঞ্জরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফেনী সদর মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেন।

নিহতরা হলেন- ফেনী পল্লীবিদ্যুৎ সমিতির লাইন টেকনিশিয়ান রিয়াজুল ইসলাম (৪৫) ও দৈনিক মজুরিভিত্তিক বিদ্যুৎকর্মী রনি (২২)। রিয়াজুলের বাড়ি বরিশাল ও রনির বাড়ি জেলার ছাগলানাইয়া উপজেলায়। আহত রবিউল মিরকে (২২) ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ঝড়ে ছিঁড়ে পড়া রাস্তার পাশে পল্লীবিদ্যুতের তার মেরামত করছিলেন নিহতরা। এরমধ্যে চট্টগ্রামগামী স্টার লাইনের একটি বাস একটি ট্রাককে ধাক্কা দিয়ে তাদের চাপা দিয়ে পাশের ঢালু জায়গায় নেমে যায়। এসময় তাদের সাথে থাকা আহত রবিউল লাফ দিয়ে প্রাণে বেঁচে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ হতাহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠিয়েছে।

তিনি আরও জানান, নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিএনপি নেতার
শো-রুম উদ্বোধনে ফেনীতে তামিম
তুচ্ছ ঘটনায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন
X
Fresh