• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬ বাংলাদেশি

জসিম-ইব্রাহিম পারলেন না পরিবারের হাসি ফোটাতে

লক্ষ্মীপুর প্রতিনিধি

  ১৯ এপ্রিল ২০১৮, ১২:৪২

সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের কমলনগরের দুই সহোদর নিহত হয়েছেন।

নিহতরা হলেন উপজেলার চরলরেন্স এলাকার নেছার আহমদের ছেলে জসিম উদ্দিন ও তার ছোট ভাই মো. ইব্রাহিম।

এ ঘটনার পর নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার রাতে সৌদি আরবের আল হোলাইফা শহরে এ দুর্ঘটনা ঘটে।

--------------------------------------------------------
আরও পড়ুন : রাশেদকে হারিয়ে পরিবারের সদস্যরা পাগলপ্রায়
-------------------------------------------------------

নিহতের স্বজনরা জানায়, গত চার বছর আগে জসিম উদ্দিন সৌদি আরবে যান। এর দুই বছর পর ছোট ভাই ইব্রাহিম হোসেনকেও নিয়ে যান জসিম। এর আগে দুই সহোদরের বাবা নেছার আহমদ যান একই স্থানে। দুই ভাই ও বাবাসহ তিনজনে মিলে সৌদি আরবের আল হোলাইফা শহরে লেপ-তোষকের ব্যবসা করতেন। অন্যদের সঙ্গে তারা তিনজনও একই বাসায় থাকতেন।
মঙ্গলবার রাতে বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সহোদর জিসম উদ্দিন ও ইব্রাহিম হোসেনসহ ৬ জন নিহত হন। দুর্ঘটনার সময় নিহতের বাবা নেছার আহমেদ বাসার বাহিরে ছিলেন।

দুই ভাইয়ের অনেক স্বপ্ন ছিল, পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনবে, দুই বোনকে বিয়ে দিবে, নিজেরা বিয়ে করে সুখি সংসার করবে, ফুটাবে মা-বাবার মুখে হাসি। কিন্তু সব শেষ হয়ে গেছে। এখন তাদের কি হবে, কে দেখবে- এভাবে বিলাপ করতে করতে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধা মা রৌশন আক্তার। একই অবস্থা পরিবারের অন্য স্বজনদেরও।

এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দ্রুত তাদের ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন নিহতের পরিবার ও স্বজনরা।

পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওমরাহকারীদের ফেরার তারিখ নির্ধারণ করে দিলো সৌদি
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
X
Fresh