• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

রাশেদকে হারিয়ে পরিবারের সদস্যরা পাগলপ্রায়

ফেনী সংবাদদাতা

  ১৯ এপ্রিল ২০১৮, ১২:২৮

সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গতকাল বুধবার ভোর রাতে সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে নিহত মহিউদ্দিন রাশেদের বাড়ি ফেনী শহরের বিরিঞ্চি এলাকায়। রাশেদের মৃত্যুর খবর পাওয়ার পর তার বাড়িতে চলছে শোকের মাতম।

নিহত রাশেদের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতের খাবার শেষে একই রুমে সাত বাংলাদেশি ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে বুধবার ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ফেনীর মহিউদ্দিন রাশেদসহ সাতজনের মৃত্যু হয়।

মহিউদ্দিন রাশেদ ফেনী শহরের বিরিঞ্চি এলাকার ইলিয়াছ মেম্বারের বাড়ির রফিকুল ইসলামের ছেলে। তিন মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরব পাড়ি দেন তিনি। তার জিহান, সাফওয়া ও আলিফ নামে তিনটি সন্তান রয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : চুয়াডাঙ্গায় কৃষককে কুপিয়ে হত্যা
--------------------------------------------------------

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাশেদের বাবা রফিকুল ইসলামও দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তিনি কয়েক বছর আগে দেশে ফিরে এসেছেন। রাশেদের মা-বাবা দুজনই অসুস্থ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনরা প্রাগলপ্রায়।

মৃত্যুর খবর শুনে দুপুর থেকেই তার মা-বাবা ও আত্মীয়-স্বজনদের কান্নার আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে।

এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য রাশেদের পরিবার ও স্বজনরা সৌদি সরকারের কাছে দাবি জানান। পাশাপাশি তারা ক্ষতিপূরণ দাবি করেন।

আরও পড়ুন :

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিলিস্তিনের পতাকা দেখেই গেলেন লাথি মারতে, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
শ্যামনগরে বিটুমিনের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬
X
Fresh