• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ না হওয়ায় মানববন্ধন

নাটোর প্রতিনিধি

  ১৯ এপ্রিল ২০১৮, ১০:০৩

প্রশাসনিক অনুমোদন দেয়ার আট বছর পরও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ না হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার নাটোরের লালপুর উপজেলার আঙ্গারীপাড়ায় অর্জুণপুর বরমহাটি (এবি) ইউনিয়নের হাজারো নারী-পুরুষ এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন অর্জুণপুর বরমহাটি (এবি) ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সরোয়ার, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বাবুল আকতার, ছাত্রলীগ সভাপতি জিসান মুরাদসহ ইউনিয়নবাসী।
এসময় বক্তারা বলেন, আঙ্গারীপাড়া এলাকার কিছু ব্যক্তি ভবনটি নির্মাণের জন্য পরিষদ বরাবর ৫০ শতাংশ জমি দান করেন। পরে আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ ২০১০ সালের ৭ নভেম্বর প্রশাসনিক অনুমোদন দেয়। পরের বছর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ভবনটি নির্মাণের অনুমোদনসহ অর্থ বরাদ্দ দেয়ার জন্য প্রকল্প পরিচালককে চিঠি দেন। কিন্তু বর্তমান চেয়ারম্যান আব্দুস সাত্তার আঙ্গারীপাড়া গ্রামে ভবনটি নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন।

বিক্ষোভকারীরা নির্ধারিত স্থানে দ্রুত ভবনটি নির্মাণের দাবি জানিয়েছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
বিএনপির আরও এক নেতা বহিষ্কার
কাশ্মীরে স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ
পাকিস্তানে কিশোরকে যৌন নিপীড়নের ঘটনায় বিক্ষোভ
X
Fresh