• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১৯ এপ্রিল ২০১৮, ০৮:৪৩

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে মধু (৭) ও ইতি (৮) নামের দুই মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে সাড়ে ৩টায় সদর উপজেলার মজলিসপুরে বড় বাকাইল গ্রামে এ ঘটনাটি ঘটে।

মধুর পিতার নাম মফিজ মিয়া ও ইতির পিতার নাম গোলাপ মিয়া। তারা দু'জনই বড় বাকাইল গ্রামের নাথবাড়ির এলাকার বাসিন্দা।

--------------------------------------------------------
আরও পড়ুন : ‘মুক্তিযোদ্ধাদের হৃদয়ে রক্তক্ষরণ’ হচ্ছে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
--------------------------------------------------------

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো মধু ও ইতি এক সঙ্গে খেলাধুলা করছিল। দুপুরের দিকে পরিবারের সদস্যরা তাদের খুঁজে পাচ্ছিল না। বিকেল প্রায় সাড়ে ৩টার দিকে বাড়ির পাশে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উভয়কে মৃত ঘোষণা করে।

মজলুশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করে বলেন, আমি উভয় পরিবারকে বলেছি যদি এই ঘটনায় কারো উপর কোনো প্রকার সন্দেহ থাকে তাহলে থানায় জানাতে। না হলে মরদেহ দাফন করতে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
দায়িত্বরত অবস্থায় ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু
নোয়াখালীতে ‘হিটস্ট্রোকে’ শিক্ষার্থীর মৃত্যু
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু
X
Fresh