• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বাসের ধাক্কায় বাবা-মেয়ে নিহত

বাগেরহাট প্রতিনিধি

  ১৮ এপ্রিল ২০১৮, ১৩:২৫

বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আনিসুজ্জামান (৪২) ও তার মেয়ে রামিসা (৬) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী রোজিনা বেগম (৩৫)।

বুধবার সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের কাঁঠালতলা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহত রোজিনাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আনিছুজ্জামান বাগেরহাটের সিসি কলেজ এলাকার জিএম আলী বক্সের ছেলে এবং বাগেরহাট শহরের রাহাতের মোড়ে ইসমাইল অপটিক্যাল ও মিঠাপুকুর পাড়ের সবুজ অরণ্য নার্সারির মালিক।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, সকালে বাগেরহাট থেকে বায়েন্দা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মেঘনা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ওই মোটরসাইকেলে থাকা শিশুসহ তিন আরোহী ছিটকে রাস্তার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আনিসুজ্জামানের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী ও মেয়ে রামিসাকে উদ্ধার করে খুলনা নেয়ার পথে মেয়ের মৃত্যু হয়।

তিনি আরও জানান, পুলিশ ধাওয়া করে ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহত ১৪ : চালক-হেলপার আটক
কাপাসিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিচয় মিলেছে
মার্চে সড়কে ঝরল ৫৬৫ প্রাণ, আহত ১২২৮
X
Fresh