• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চলন্ত বাসে গণধর্ষণ: রিমান্ড শেষে কারাগারে ৫ আসামি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ এপ্রিল ২০১৮, ২১:৩৯

ঢাকার ধামরাইয়ে চলন্ত বাসে এক পোশাক শ্রমিককে গণধর্ষণ মামলায় গ্রেপ্তার বাসচালক বাবু মল্লিকসহ(২৪) ৫ আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন আদালত।

অন্য আসামিরা হলেন শ্রী বলরাম(২০), মো. আবদুল আজিজ(৩০), সোহেল(২২) এবং মকবুল হোসেন (৩৮)।

রোববার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হামিক আফসানা আবেদীনের আদালতে আসামিদের হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার পরিদর্শক(অপারেশন) জাকারিয়া হোসেন তাদের কারাগারে পাঠানোর আবেদন করলে এই নির্দেশ দেয়া হয়।

এর আগে গত ১০ এপ্রিল ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আতিকুল ইসলাম এই ৫ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : ঢাকার সঙ্গে রেল চলাচল শুরু
--------------------------------------------------------

উল্লেখ্য, গত ৮ এপ্রিল রাতে কাজ শেষে ইসলামপুর থেকে রাতে বাড়ি ফিরতে ‘যাত্রীসেবা’ নামের একটি লোকাল বাসে ওঠেন ওই পোশাক শ্রমিক। বাসটি ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এলে ৫ জন ছাড়া বাকি যাত্রীরা নেমে পড়েন।

এরপর বাসের হেলপার দরজা বন্ধ করলে চালক বাসটি মহাসড়কে উদ্দেশ্যবিহীনভাবে চালাতে শুরু করে। অন্যরা পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করে। ওই নারীর চিৎকারে পুলিশ ধাওয়া করে কচমচ এলাকায় বাসটি ধরে ফেলে এবং তাদের আটক করে।

আরও পড়ুন :

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীক্ষার আগে শিক্ষক নিয়োগের প্রশ্নের সমাধান হতো ঢাবির হলে
ঢাকার যেসব জায়গায় বসবে কোরবানির পশুর হাট
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
‘ইনস্যুরেন্স পাঠ্যক্রম যুগোপযোগীকরণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল
X
Fresh