• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি

  ১৫ এপ্রিল ২০১৮, ১৭:৫৭

কিশোরগঞ্জে কৃষক নাজনু মিয়া হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সেলিম মিয়া, আঙ্গুর মিয়া এবং জমশেদ মিয়া। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা। অনাদায়ে আরও ২ বছর কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার দুপুরে দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমান আসামিদের উপস্থিতিতেই এই রায় দেন। এসময় অপর আসামি জোছনা বেগমকে খালাস দেয়া হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : পাথরঘাটায় খননযন্ত্রের চাপায় ১৩ মাসের শিশুর মৃত্যু
--------------------------------------------------------

তবে মামলার প্রধান আসামি ফুদুর আলী ওরফে রিপন বিচার চলাকালীন ২০১৬ সালের ১৬ সেপ্টেম্বর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। আসামিরা জেলার বাজিতপুর উপজেলার দড়ি ঘাগটিয়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নাজনু মিয়ার সঙ্গে আসামিদের জমি নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। ২০১২ সালের ১৮ এপ্রিল ফুদুর আলী মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে যান। পরদিন সকালে আঙ্গুর মিয়ার বাড়ির কাছে গলাকাটা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

এই ঘটনায় নাজনু মিয়ার স্ত্রী আনোয়ারা খাতুন বাদী হয়ে ৫ জনকে আসামি করে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা করেন।

আরও পড়ুন :

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়কে শৃঙ্খলা জোরদারে বিআরটিএ’র নতুন সিদ্ধান্ত
পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি
বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
বিএনপি নেতা হাবিব কারাগারে
X
Fresh