• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পাথরঘাটায় খননযন্ত্রের চাপায় ১৩ মাসের শিশুর মৃত্যু

বরগুনা প্রতিনিধি

  ১৫ এপ্রিল ২০১৮, ১৭:৩১

বরগুনার পাথরঘাটায় কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কুপধন গ্রামে তমা কনস্ট্রাকশনের নির্মাণাধীন বাঁধের খননযন্ত্রের(বেকু মেশিন) নিচে চাপা পরে আব্দুল্লাহ নামের ১৩ মাসের এক শিশু মারা গেছে। সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। কালমেঘা এলাকাতে তমা কনস্ট্রাকশন দীর্ঘদিন ধরে বেড়িবাঁধের কাজ করছে। ওই বাঁধের কাজে বেকু মেশিন বেড়িবাঁধে যাচ্ছিল। বেড়িবাঁধের পাশেই বসত ঘর থেকে ১৩ মাসের শিশুটি হামাগুরি দিয়ে বেড়িবাঁধে ওঠার সময় বেকু মেশিনের নিচে পিষ্ট হয়ে শিশুটি মাথা থেতলে গিয়ে তাৎক্ষনিক মর্মান্তিক মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, এই বেকুওয়ালারা একদিকে যেমন বেপরোয়া তেমনি তমা গ্রুপের সিকিউরিটি ব্যবস্থাও নাজুক। বরাবরই বিষয়টি নিয়ে এলাকাবাসী অভিযোগ করে আসছেন। কিন্তু গুরুত্ব দেয়নি তমা গ্রুপ।

--------------------------------------------------------
আরও পড়ুন : ভুল অপারেশনে শিশুর মৃত্যু, পলাতক ডাক্তার-ক্লিনিক মালিক
--------------------------------------------------------

ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোস্তফা মিয়া জানান, এর আগেও বেকুর ধাক্কায় পা হারায় একজন এবং তারা কর্ম এলাকায় লাল ফিতা দেয়ার কথা থাকলেও তা তমা গ্রুপ দেয়নি। অসাবধানতার কারণেই একের পর এক দুর্ঘটনা ঘটছে।