• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাড়ির আনাচে-কানাচে চা চাষ, ঘুরছে ভাগ্যের চাকা

রাজিউর রহমান রাজু, পঞ্চগড়

  ১৫ এপ্রিল ২০১৮, ১৬:১৯

বাড়ির সামনে ১৬ শতক সুপারি বাগান। এর মাঝেই চা চাষ করছেন পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মহারাজা দিঘী এলাকার স্কুল শিক্ষক আনোয়ারুল ইসলাম। পাঁচ বছর ধরেই এ বাগানে শ্রম দিচ্ছেন তিনি। বাগানটি থেকে প্রতি ৪০ দিন পর পর ২০০ কেজিরও বেশি চা পাতা সংগ্রহ হয়। সুপারি বাগানসহ মোট ৮৯ শতক জমিতে চা চাষ করে চলেছেন তিনি। এ থেকে প্রতি রাউন্ডে তার আয় ৩৬ হাজার থেকে ৪২ হাজার টাকা পর্যন্ত।

শুধু আনোয়ারুল নন, তার মতো তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক ঘেঁষে বাড়ির সামনে পাঁচ শতক জমিতে চা চাষ করছেন ইয়সিন আলী নাম। চা বিক্রি করে তিনিও অর্থ কামাচ্ছেন।

এভাবেই এখন পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় বাড়ির আনাচে-কানাচে ক্ষুদ্র পর্যায় থেকে শুরু করে বড় পর্যায় পর্যন্ত ব্যাপকহারে বাড়ছে চা চাষের পরিধি। সঙ্গে সঙ্গে ঘুরছে এখানকার মানুষের ভাগ্যের চাকা।