• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রংপুরে আইনজীবী রথীশ হত্যা মামলার আসামির মৃত্যু

রংপুর প্রতিনিধি

  ১৪ এপ্রিল ২০১৮, ১৩:৫৬

রংপুরের বিশেষ জজ আদালতের পিপি আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা হত্যা মামলার আসামি মিলন মোহন্ত কারাগারে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মিলন নিহত বাবু সোনার ব্যক্তিগত সহকারী ছিলেন। গত ৫ এপ্রিল তাকে জেলহাজতে পাঠানো হয়েছিল।

--------------------------------------------------------
আরও পড়ুন : কোটা পদ্ধতি বাতিল আ.লীগের জন্য ঝুঁকি নয়: হানিফ
--------------------------------------------------------

রংপুর কেন্দ্রীয় কারাগারের জেলার আমজাদ হোসেন ডন মিলন মোহন্তের মৃত্যুর বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করে বলেন, কোতোয়ালি থানা পুলিশের কাছ থেকে গ্রহণ করার পরপরই তাকে আমরা চিকিৎসার জন্য রমেক হাসপাতালে পাঠিয়ে দেই। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অ্যাডভোকেট বাবু সোনাকে নৃশংসভাবে হত্যায় স্ত্রী স্নিগ্ধা সরকার ওরফে দীপা ভৌমিক, তার প্রেমিক কামরুল ইসলাম ও মিলন মহন্ত জড়িত ছিলেন।

গত ১ এপ্রিল মিলন মহন্তকে কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তার করে। এরপর তিনি গত ৫ এপ্রিল রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ হত্যাকাণ্ডের ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

রংপুর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে মিলন মহন্তকে পুলিশ পাহারায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
ফরিদপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
শিশু হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড 
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপি নেতা কারাগারে
X
Fresh