• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাগেরহাটে ৪ জেএমবি সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট, বাগেরহাট

  ২৫ অক্টোবর ২০১৬, ১১:৪৪

বাগেরহাটের কচুয়ায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও হাতবোমা উদ্ধার করা হয়।
মঙ্গলবার ভোরে উপজেলার মঘিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার আকাশ(১৯), পার্শ্ববর্তী পিরোজপুর জেলার হাবিবুল্লাহ (১৯), কবিরুল (২৬) ও মিজানুর রহমান (২১)। তাদের কচুয়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, সোমবার রাতে মঘিয়া এলাকার সাফায়াত হোসেনের পরিত্যাক্ত বাড়িতে জেএমবি’র সদস্যরা নাশকতার পরিকল্পনা করছিল। খবর পেয়ে ডিবি পুলিশ ও কচুয়া থানা পুলিশ ওইখানে অভিযান চালায়। এ সময় জেএমবির সদস্যরা পুলিশ লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে পুলিশ ৪ জনকে আটক করে।

তিনি আরো জানান, ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি রিভলবার, ২টি গুলি, ৫টি হাত বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও কম্পিউটারের হার্ডডিস্ক উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এসএস/কে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh