• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

অনলাইন ডেস্ক
  ১৯ জুলাই ২০১৬, ১৭:৪৭

কুড়িগ্রামের সবকটি নদ-নদীর পানি বাড়তে থাকায় দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপদ সীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

দ্বিতীয় দফা বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে জেলার নাগেশ্বরী, রৌমারী, উলিপুর, রাজিবপুর, চিলমারী ও সদর উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ। বন্যার্ত এলাকায় রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় যোগযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিতে ডুবে গেছে পাট, সবজি, কলাসহ আমন বীজতলা।

এদিকে, রংপুরের তিস্তা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায়, বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। তবে গংগাচড়ার ৫ টি ইউনিয়নের চরাঞ্চলের অনেক মানুষ এখনো পানি বন্দি রয়েছেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh