• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চবিতে শাটল ট্রেন বন্ধ, ক্লাস বর্জন

চট্টগ্রাম প্রতিনিধি

  ১১ এপ্রিল ২০১৮, ১১:৫১

কোটা সংস্কার আন্দোলন নিয়ে দুই মন্ত্রীর বক্তব্য ও ছাত্রী নির্যাতনের প্রতিবাদে ফের ফুঁসে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। ক্লাস বর্জন করে ফের শাটল ট্রেন অবরোধ করা হয়েছে।

এতে বন্ধ হয়ে পড়েছে ট্রেন চলাচল। স্লোগানে স্লোগানে উঠেছে প্রতিবাদের ঝড়।

বুধবার সকাল সাড়ে নয়টার দিকে নগরীর ষোলশহর স্টেশনে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গামী সকাল পৌনে নয়টা ও সকাল সাড়ে ১০টার দুটি ট্রেন আটকে দেয় তারা।

--------------------------------------------------------
আরও পড়ুন : পহেলা বৈশাখের ইলিশ কেনা হলো না তাদের
--------------------------------------------------------

বিষয়টি নিশ্চিত করে ষোলশহর স্টেশন মাস্টার শাহবুদ্দিন বলেন, শিক্ষার্থীদের অবরোধের কারণে সকালের দুটি ট্রেন বিশ্ববিদ্যালয়ে যেতে পারেনি। বর্তমানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

অপরদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে ষোলশহর স্টেশনে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনোভাবেই আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান সড়কে আসতে দিচ্ছে না পুলিশ। সতর্ক অবস্থানে রয়েছে তারা।

প্রসঙ্গত, গত নয় এপ্রিল (রোববার) একই দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জনের পাশাপাশি নগরীর ষোলশহর এলাকায় জড়ো হয়ে ট্রেন অবরোধ করে বিক্ষোভ করে।

আরও পড়ুন :

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চবির শাটল ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
X
Fresh