• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সিংগাইরে বিএনপির ৮ নেতাকর্মী জেলহাজতে

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ০৮ এপ্রিল ২০১৮, ১৬:৩৩

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার ঘোষিত রায়কে কেন্দ্র করে দায়ের করা নাশকতা মামলায় মানিকগঞ্জের সিংগাইর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল হোসেন মোকাসহ ৮ নেতাকর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে।

রোববার মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক ইয়াসমিন আরা তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। --------------------------------------------------------
আরও পড়ুন : শিশু ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক গ্রেপ্তার
--------------------------------------------------------

অন্যান্যরা হলেন, সিংগাইর পৌর কাউন্সিলর আব্দুল গফুর ওরফে বাবর আলী, চান্দর ইউনিয়ন যুবদল সভাপতি আজিজুল হক টিক্কা, উপজেলা যুবদল নেতা হাসান আলী, পৌর স্বেচ্ছাসেবকদল সভাপতি মোনেম আহম্মেদ বিপ্লব, পৌর ছাত্রদল আহ্বায়ক কাজী আনোয়ার হোসেন ও কলেজ ছাত্রদল নেতা মো. রনি। তারা সবাই উচ্চ আদালত থেকে অগ্রিম জামিনে ছিলেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির আশঙ্কায় গেলো ৩ ফেব্রুয়ারি স্থানীয় বিএনপির ২৫ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত আরও অর্ধশত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদত হোসেন।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবন্তিকার মৃত্যু : রিমান্ড শেষে জেলহাজতে জবির সহকারী প্রক্টর 
X
Fresh