• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সরকার দলের এমপিরাও দুদকের অনুসন্ধানে: শাজাহান খান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ এপ্রিল ২০১৮, ১৮:৪১

বিএনপি নেতাদের মতো সরকার দলের এমপিরাও দুর্নীতি দমন কমিশনের(দুদক) অনুসন্ধানে রয়েছে। বললেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

শুক্রবার মাদারীপুরের পানিছত্রে কিডনি অ্যান্ড ডায়ালাইসিস স্টোরের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

শাজাহান খান বলেন, বিএনপি নেতাদের ব্যাংক হিসাবের তথ্য অনুসন্ধান করছে দুদক। তাদের ব্যাংকে অর্থ লেনদেনের অনুসন্ধান শেষে দুদক অভিযোগপত্র আদালতে দিবে। এরপর আইনি ব্যবস্থা নিবেন আদালত।

--------------------------------------------------------
আরও পড়ুন : একদিনেই নরসিংদীর সড়কে প্রাণ গেলো ৯ জনের
--------------------------------------------------------

তিনি বলেন, এক্ষেত্রে সরকারের কোনো হাত নেই। কিন্তু তারা নিজেদের দিকটাই দেখছে, অন্যদের দিকটা দেখতে চাচ্ছে না। দুদক যত তৎপর হবে, দেশে দুর্নীতির পরিমাণ তত কমবে।

মন্ত্রী বলেন, খালেদা জিয়ার আমলে আন্তর্জাতিক হিসেবে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ছিল প্রথম সারিতে। আর শেখ হাসিনার সরকার এটিকে কমিয়ে ১৭ নম্বরে এনেছে। এতেই বোঝা যায় বিএনপি দুর্নীতিতে কতটা চ্যাম্পিয়ন।

তিনি বলেন, বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক জিয়া শীর্ষ দুর্নীতিবাজ। এই কারণে তাকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। এই দুর্নীতির জন্যই আমেরিকায় তাকে অবস্থান করতে নিষেধাজ্ঞা দেয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল নুর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সাবেক পৌর মেয়র নুর-ই আলম বাবু চৌধুরী।

আরও পড়ুন :

কে/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
যে কারণে ৬৪ নেতাকে বিএনপির শোকজ
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
বহিষ্কার করেও ভোটমুখী নেতাদের বাগে আনতে পারছে না বিএনপি
X
Fresh