• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

হাওরের মানুষের জীবন নিয়ে খেলা কেন?

নেত্রকোনা ও হবিগঞ্জ প্রতিনিধি

  ০৪ এপ্রিল ২০১৮, ১৭:২৪

নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধের উন্নয়ন কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। যথাযথভাবে বাঁধ সংস্কার ও নির্মাণ না করে প্রকল্পের টাকা লুটপাট করার অভিযোগ ওঠছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় আগামীতেও ফসল হানির শঙ্কায় কৃষকরা।

নেত্রকোনায় গেলো বারের বন্যায় তলিয়ে যায় প্রায় ৭০ হাজার হেক্টর জমির ফসল। সর্বস্বান্ত হন হাজারো কৃষক। বিধ্বস্ত হয় ফসল রক্ষার ছোট বড় ৪২টি বাঁধ।

গত ডিসেম্বর থেকে শুরু হয় বিধ্বস্ত এসব বাঁধের সংস্কার কাজ। ১৭ কোটি টাকা ব্যয়ে পুনরায় বাঁধ নির্মাণ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু নির্ধারিত সময় ২৮ ফেব্রুয়ারির মধ্যে এ কাজ শেষ হয়নি। পাশাপাশি বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেন কৃষকরা।

কৃষকরা জানান, আমাদের জীবন নিয়ে খেলা হচ্ছে। পানি আসার সময় হয়ে যাচ্ছে এখন বাঁধ নির্মাণ হয় নাই। তারা বলে ৮০ শতাংশ কাজ হয়েছে আসলে ২০ শতাংশও কাজ হয় নাই।
--------------------------------------------------------
আরও পড়ুন: নির্বাচন ঘিরে খুলনাজুড়ে উৎসব
--------------------------------------------------------