• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘রথীশ হত্যার পরিকল্পনা দুই মাস আগেই হয়’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ এপ্রিল ২০১৮, ১৩:১৮

রথীশচন্দ্র হত্যার পরিকল্পনা দুই মাস আগেই করা হয়েছিল। তার স্ত্রী দীপা ভৌমিককে আটকের পর জিজ্ঞাসাবাদে আমরা তা জানতে পেরেছি। তবে বিভিন্ন কারণে তাকে হত্যা করা সম্ভব হয়নি। বললেন র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ।

রংপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি আরও বলেন, রিতা ভৌমিকের দেয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার রাতে রথীশের মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডটি অনেক কারণে হতে পারে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে বুঝা যায় পারিবারিক অশান্তি, বিদ্বেষ, পারিবারিক দ্বন্দ্ব, অবিশ্বাস হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ। এছাড়া ছিল তার স্ত্রী দীপা ভৌমিকের পরকীয়া।

র‌্যাবের মহাপরিচালক জানান, এখন আমাদের দায়িত্ব হচ্ছে গ্রেপ্তারকৃতদের বিচারের মুখোমুখি করা। এ ব্যাপারে তদন্ত হবে। তদন্ত হলেই আমরা বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানতে পারবো।

--------------------------------------------------------
আরও পড়ুন: একই পরিবারের নয়জনকে অচেতন করে মালামাল লুট
--------------------------------------------------------