• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

লিপু হত্যা মামলায় রুমমেট জেলহাজতে

আরটিভি অনলাইন রিপোর্ট, রাজশাহী

  ২৩ অক্টোবর ২০১৬, ১৪:৫১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যা মামলায় তার রুমমেট মনিরুল ইসলামকে আটকের ৩ দিন পর গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠনো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা অশোক চৌহান এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

২০ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের ডাইনিংয়ের পাশে ড্রেন থেকে লিপুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন সন্ধ্যায় লিপুর চাচা বশির উদ্দিন বাদী হয়ে নগরের মতিহার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন।

পরে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লিপুর রুমমেট মনিরুল ইসলাম, লিপুর বন্ধু প্রদীপ ও হলের ২ নিরাপত্তা প্রহরীকে থানা হেফাজতে নেয় পুলিশ। তিনদিন জিজ্ঞাসবাদ শেষে রোববার সকালে মনিরুলকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ২ নিরাপত্তা প্রহরীকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লিপুর বন্ধু প্রদীপকে ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে, লিপুর বাবা বদর উদ্দিন জানান, তার ছেলের সঙ্গে রুমমেট মনিরুল ইসলামের সম্পর্ক ভালো ছিল না।

গ্রেপ্তার মনিরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি লিপুর সঙ্গে নবাব আবদুল লতিফ হলের ২৫৩ নম্বর কক্ষে থাকতেন। মনিরুল রাজশাহীর তানোর উপজেলার তালুকপাড়া গ্রামের মৃত মইদুল হকের ছেলে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh