• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পাবনায় হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

পাবনা প্রতিনিধি

  ০২ এপ্রিল ২০১৮, ১১:৩১

দুর্বৃত্তের গুলি ও ছুরিকাঘাতে আহত পাবনার ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সদরুল আলম পিন্টু (২৮) মারা গেছেন।

সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সদরুল আলম পিন্টু উপজেলার চর রুপপুর গ্রামের আব্দুল আজাদের ছেলে।

পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাকশী রুপপুর মোড়ে সদরুল আলম পিন্টুকে প্রথমে গুলি করে সন্ত্রাসীরা। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ৮ টার দিকে তিনি মারা যান।

--------------------------------------------------------
আরও পড়ুন: মাকে খুন করে থানায় ছেলের আত্মসমর্পণ
--------------------------------------------------------

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন আরটিভি অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি বিষয়টি শুনেছেন। এ ব্যাপারে কেউ এখনো অভিযোগ দেয়নি বা কাউকে আটক করা হয়নি। পরে বিস্তারিত বলতে পারবো।

এদিকে এ ঘটনার প্রতিবাদে ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর নেতৃত্বে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শত শত নেতাকর্মী আজ সোমবার সকাল থেকেই ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রেখেছে।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাজেকে পণ্যবাহী মাহেন্দ্র খাদে, চালক নিহত
দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু
মস্কো হামলার ঘটনায় এখনও নিখোঁজ ১৪৩
বস্তায় হাত দিতেই ছোবল, প্রাণ গেল ৩ সন্তানের জননীর
X
Fresh