• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মুক্তিযোদ্ধা সংসদে ভেজাল ঢুকিয়েছেন জিয়া: শিল্পমন্ত্রী

ঝালকাঠি প্রতিনিধি

  ৩০ মার্চ ২০১৮, ১৮:৩০

জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা সংসদের মধ্যে নানা রকমের ভেজাল ঢুকিয়েছেন বলে অভিযোগ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শুক্রবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের কল্যাণে অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি।

আমির হোসেন আমু বলেন, মুক্তিযোদ্ধা সংসদকে তছনছ করে দিয়েছেন জিয়াউর রহমান। মুক্তিযোদ্ধাদের দলীয়করণ করে বাংলাদেশ জিন্দাবাদ শিখিয়ে তাদের বিজাতীয় ভাবধারায় আনেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করে পাকিস্তান জিন্দাবাদের মতো বাংলাদেশ জিন্দাবাদ শুরু করেন তিনি।

--------------------------------------------------------
আরও পড়ুন: পঞ্চগড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি
--------------------------------------------------------

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মুক্তিযোদ্ধারা এখন গর্বের সঙ্গে নিজেদের পরিচয় দিতে পারেন। তারা দেশের সম্মানিত ব্যক্তি। তাই তাদের সবধরনের সহযোগিতা করা হচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, ঝালকাঠি পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপপরিচালক শ্যামাপ্রসাদ দে, ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

অনুষ্ঠানে ২৯২ জন মুক্তিযোদ্ধাকে ৪ লাখ ১৭ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আরও পড়ুন:

কে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিয়া ছিলেন মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী: পররাষ্ট্রমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানাতে খালেদা জিয়ার বাসভবনে বিএনপি নেতারা
যেভাবে কাটছে খালেদা জিয়ার ঈদ
যেখানে ঈদ করবেন খালেদা জিয়া
X
Fresh