• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

মসলার প্যাকেটে কোটি টাকার ইয়াবা

রাজশাহী প্রতিনিধি

  ২৮ মার্চ ২০১৮, ১৫:৫৫

মসলার প্যাকেটে মোড়ানো অবস্থায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের এক কেজি নয়শ' গ্রাম হেরোইন উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের রেলগেট বাইপাস মোড়ের রাহিম টেলিকম নামের একটি মোবাইল ফোনের দোকান থেকে এই হেরোইন উদ্ধার করা হয়।

এসময় ওই দোকান থেকে রিপন নামের এক যুবককে আটক করেছে। তিনি মাটিকাটা গ্রামের জালাল উদ্দীনের ছেলে।

--------------------------------------------------------
আরও পড়ুন: চাঁদপুরে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
--------------------------------------------------------

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে রেলগেট বাইপাস মোড়ের রাহিম টেলিকম নামের একটি মোবাইল ফোন সামগ্রীর দোকানে তল্লাশি করা হয়। এসময় মোবাইলের ব্যাটারির একটি বাক্সে অভিনব কায়দায় ভারতীয় ১৯টি মসলার প্যাকেট থেকে এক কেজি নয়শ গ্রাম উদ্ধার করা হয়।

এই দোকানের মালিক উপজেলার সহারাগাছি গ্রামের আফজালের ছেলে জসিম উদ্দীন। পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপনকে দোকানে বসিয়ে তিনি পালিয়ে যান।

এ ব্যাপারে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হেরোইনসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা বহিষ্কার
নেত্রকোণায় হেরোইনসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার  
অর্ধকোটি টাকার হেরোইনসহ বাবা-ছেলে আটক
রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার
X
Fresh