• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চাঁদপুরে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

চাঁদপুর প্রতিনিধি

  ২৮ মার্চ ২০১৮, ১৫:১৫

চাঁদপুরে মাসুদ রানা হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সুফিয়ান আহমেদ ওরফে শিবির, সাইফুল ইসলাম ওরফে সুজন ও মো. শরীফ সরদার। এদের প্রত্যেকের বাড়ি চাঁদপুরের মতলব উত্তরে।

আদালত সূত্রে জানা যায়, মাসুদ রানা মতলব উত্তর উপজেলার দক্ষিণ ফতেপুর গ্রামে নিজ এলাকায় কসমেটিকস ও মোবাইল ফোনের ব্যবসা করতেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: পোলাওয়ের বদলে রোগীদের খাওয়ানো হলো হলুদ মেশানো ভাত
--------------------------------------------------------

তার কাছে দণ্ডপ্রাপ্ত শরীফ সরদার একটি স্বর্ণের চেইন জমা রেখে দুই হাজার টাকা ধার নেন। কিন্তু চেইনটি স্বর্ণের না হওয়ায় শরীফের কাছ থেকে মাসুদ রানা টাকা ফেরত চায়।

২০০৯ সালের ২৭ ফেব্রুয়ারি শরীফ সরদার টাকা দেয়ার কথা বলে ফতেপুর গ্রামের আরশাদ বেপারীর বাড়ির পুকুরের পশ্চিম পারে নিয়ে রানাকে হত্যা করে। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওইদিনই নিহত মাসুদ রানার ভাই মো. ফারুক বেপারী মতলব উত্তর থানায় তিনজনকে অভিযুক্ত করে হত্যা মামলা করেন। এই মামলায় দীর্ঘ শুনানি শেষে আজ বুধবার এই রায় দেন বিচারক।

আরও পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে জামায়াতের পিছুটান
চাঁদপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কিল-ঘুসিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু
যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে মারলেন স্বামী
X
Fresh