• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মানিকগঞ্জে ট্রলির ধাক্কায় সাংবাদিকসহ আহত ৩

মানিকগঞ্জ প্রতিনিধি

  ২৭ মার্চ ২০১৮, ১৩:১৪

মানিকগঞ্জে ইটবোঝাই ট্রলির ধাক্কায় সাংবাদিকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাতটার দিকে মানিকগঞ্জ জেলা শহরের বেউথা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন সাংবাদিক রাশেদুল ইসলাম খান, কৃষিবিদ আ. মালেক ও সহকারী অধ্যাপক আ. হামিদ। এছাড়া আহত হয়েছেন ট্রলিচালক মো. সেলিম।

আহতদের সবাই মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই মাদকসেবীদের আখড়া
--------------------------------------------------------

সাংবাদিক রাশেদুল ইসলাম খান আরটিভি অনলাইনকে জানান, তারা তিন বন্ধু প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হন। বিভিন্ন এলাকা ঘুরে তারা বেউথা ঘাটসংলগ্ন ব্রিজের ঢালে এলে ইটবোঝাই একটি ট্রলি তাদের ওপর উঠিয়ে দেয়। ট্রলির ধাক্কায় তারা পাশেই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খান। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

প্রসঙ্গত, কয়েকদিন আগে বেউথা সড়কে হ্যালোবাইকের চাপায় ইপ্সিতা নামের ৫ বছরের এক শিশু নিহত হয়। এর আগে খালপার এলাকায় একই ধরনের গাড়িচাপায় মানিকগঞ্জ সদর থানার ওসি তাহের নিহত হন।

আরও পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বর্ষবরণ উদযাপন করল হরিরামপুর বন্ধুমঞ্চ  
মানিকগঞ্জে গঙ্গাস্নানে পুণ্যার্থীদের ঢল
প্রশংসা কুড়াচ্ছে ‘গোশত সমিতি’
কৃষককে বের করে দেওয়ার ঘটনায় কর্মকর্তাকে শোকজ
X
Fresh