• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

খাগড়াছড়িতে অবরোধ চলাকালে প্রাইভেটকার ও মোটরবাইকে আগুন

খাগড়াছড়ি প্রতিনিধি

  ২১ মার্চ ২০১৮, ১৪:৩৯

খাগড়াছড়িতে ইউপিডিএফের অবরোধ চলাকালে একটি প্রাইভেটকার ও মোটরবাইকে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

বুধবার বেলা ১১টায় খাগড়াছড়ি-পানছড়ি সড়কের পেরাছড়ার গাছবান এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার আবদুল কাদের বলেন, পানছড়ি থেকে খাগড়াছড়ি আসার পথে অবরোধকারীরা প্রাইভেটকারে আগুন দেয়।

এসময় গাড়িতে চালকসহ চার আরোহী ছিলেন। এ ঘটনায় গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। এসময় তারা আহত হন। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: আওয়ামী লীগের মনোনয়ন চান পিয়ন মাসুদ
--------------------------------------------------------

এছাড়া জেলার মাটিরাঙা সড়কের সাপমারা এলাকায় ব্যক্তিগত মোটরসাইকেলে আগুন দেয় অবরোধকারী। এতে মোটরবাইকটি পুড়ে যায়।

প্রসঙ্গত, রোববার সকাল নয়টায় রাঙামাটির কতুকছড়িতে হামলা করে ইউপিডিএফ নারী সংগঠন হিল উইমেন ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমাকে অস্ত্রের মুখে অপহরণ করে। এসময় ছাত্রদের একটি মেসে আগুন দেয়া হয়। এ ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সড়ক অবরোধ ডাকে ইউপিডিএফ।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ.লীগ নেতার গাড়িতে মুহুর্মুহু ককটেল হামলা
ভূমি কর্মকর্তার গাড়িচালকের অত্যাচারে অতিষ্ঠ একাধিক পরিবার
গাড়িচাপায় মরেছে এক ভাই, আরেক ভাইকে বাসায় আনলেন পিয়া
চান্দের গাড়ির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
X
Fresh