• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মঞ্চ প্রস্তুত, অপেক্ষা শেখ হাসিনার

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ২১ মার্চ ২০১৮, ১৩:৫৫

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠের উত্তর পাশে নৌকা আকৃতিতে ২ হাজার ৫৬০ ফুটের বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। নৌকা আকৃতির ৮০ ফুট দৈর্ঘ্য ও ৩২ ফুট প্রস্থেও বিশাল মঞ্চ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপেক্ষায়। এই নৌকাতেই দাঁড়িয়ে বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঞ্চের পাশেই প্রস্তুত রাখা হয়েছে চট্টগ্রামের ৪১ উন্নয়ন প্রকল্পের নামফলক। এসব প্রকল্পের ভিত্তিপ্রস্তরেরও উদ্বোধন করবেন তিনি।

পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী আরটিভি অনলাইনকে বলেন, নৌকার আকৃতিতে ৮০ ফুট দৈর্ঘ্য ও ৩২ ফুট প্রস্থের বিশাল জনসভার মঞ্চ তৈরি করা হয়েছে। হেলিকপ্টারে করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটিয়া আসবেন। এজন্য কচুয়াই ইউনিয়নে ২টি হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সেখান থেকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

--------------------------------------------------------
আরও পড়ুন: চট্টগ্রামে বঙ্গবন্ধু কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
--------------------------------------------------------