• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অবরোধ চলছে খাগড়াছড়ি ও রাঙামাটিতে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ মার্চ ২০১৮, ১১:৫৯

ইউপিডিএফ-এর নারী সংগঠন হিল উইমেন ফেডারেশনের দুই নেত্রীকে অপহরণের প্রতিবাদে এবং তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে চলছে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌ অবরোধ।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত বিকাশ খীসা নেতৃত্বাধীন গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্রপরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন যৌথভাবে এই অবরোধ কর্মসূচি পালন করছে।

বুধবার সকালে অবরোধের শুরুতে খাগড়াছড়ি জেলা শহরের খবং পুড়িয়া ও স্বনির্ভর এলাকায় ইটপাটকেল ও গুলতি নিয়ে পিকেটিং করেছে অবরোধ সমর্থকরা।

অবরোধ চলাকালীন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের কয়েকটি সড়কে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।

--------------------------------------------------------
আরও পড়ুন: পার্বত্যাঞ্চলের দুই জেলায় অবরোধের ডাক
--------------------------------------------------------

এছাড়া অবরোধের কারণে সকাল থেকে বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যান চলাচল। ছেড়ে যায়নি দূর পাল্লার রুটের যানবাহনও। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরে টমটম, মোটরসাইকেল চলাচল ছিল স্বাভাবিক।

এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় খাগড়াছড়ি শহরে প্রবেশ করেছে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রী ও পণ্যবাহী নৈশ পরিবহনগুলো।

এদিকে খাগড়াছড়ি জেলায় থাকা পর্যটকদের সেনা পাহারায় বিভিন্ন স্থানে পৌঁছানো হচ্ছে।

অপরদিকে, অবরোধে রাঙামাটি শহরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কতুকছড়ি, খামার পাড়া এলাকায় অবরোধ সমর্থনকারীরা পিকেটিং করে। অবরোধ চলাকালে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গেলো রোববার (১৮ মার্চ) রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ির আবাসিক এলাকা থেকে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমা অপহৃত হয়েছে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা নেতৃত্বাধীন ইউপিডিএফ-গণতান্ত্রিককে দায়ী করে একই সংগঠনের প্রসিত বিকাশ নেতৃত্বাধীন গ্রুপ।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গামাটিতে অর্ধদিবস অবরোধ ডাকল ইউপিডিএফ
বেরোবি শিক্ষার্থীর টাকা ছিনতাই, মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ
তুচ্ছ ঘটনায় সৈয়দপুরে ৩ ঘণ্টা সড়ক অবরোধ, চরম ভোগান্তি
X
Fresh