• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১৫ জেলে আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

  ২১ মার্চ ২০১৮, ১০:৪৭

লক্ষ্মীপুর সদর উপজেলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার অভিযোগে ১৫ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর।

এসময় তাদের কাছ থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জালসহ সাতটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।

মঙ্গলবার রাতে সদর উপজেলার চররমনী মোহন, বুড়ির ঘাট ও কমলনগর উপজেলার মতিরহাট এলাকায় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

পরে সদরের মজু চৌধুরীর হাট এলাকায় জব্দকৃত ৩০ হাজার মিটার কারেন্ট জাল প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আটককৃত জেলেরা হলেন-সদর উপজেলার চররমনী মোহন এলাকার মফিজ, শামীম, বরিশালের মেহেদীগঞ্জের ফরিদ, ইসমাইল, ইউছুফ, আলামিন, রাকিব, রুবেল, জাহিদ, মান্নান, মোকলেছ, ছাইদুল, সহিদুল, বাহার ও ভোলার উত্তর ইলিশার আলাউদ্দিন।

পরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদলত বসিয়ে আটককৃত প্রত্যেক জেলেকে তিন হাজার টাকা করে অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান।

জেলা মৎস্য কর্মকর্তা এসএম মহিব উল্লাহ আরটিভি অনলাইনকে জানান, জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে বিকেলে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে ঝটিকা অভিযান চালিয়ে মাছ শিকারে দায়ে ১৫ জেলেকে আটক করা হয়। এসময় ৩০ হাজার মিটার কারেন্ট জালসহ সাতটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
ঘুষ গ্রহণের অভিযোগে আটক রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী 
তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা
X
Fresh