• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

সাতক্ষীরা প্রতিনিধি

  ২০ মার্চ ২০১৮, ২১:১৫

সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলায় ট্রাক ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ছয়জন নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাত জন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ভৈরবনগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে আশিকুজ্জামান (৮), মেয়ে মিম (৫), তার মা আকলিমা খাতুন (৪৫), একই গ্রামের হাজী মোহাম্মদ আলীর স্ত্রী নুর বানু (৩২), ইউসুফ সরদারের ছেলে শহিদুল ইসলাম সরদার (৩৫) ও শাহিন হোসেনের ছেলে সাব্বির হোসেন (১০)। আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ থেকে একটি মিনি পিকআপ ভ্যান ভাড়া করে মনিরুজ্জামান খুলনায় গিয়েছিলেন তার এক আত্মীয়র জানাজা নামাজে। ফিরে আসার সময় পথিমধ্যে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আসাননগর এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ছয়জন নিহত ও সাত জন আহত হন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পাটকেলঘাটা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, মরদেহগুলো উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
পঞ্চগড়ে ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষ, নিহত ২
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
রানা প্লাজা ট্রাজেডির ১১ বছর, মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ
X
Fresh