• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী আটক

চট্টগ্রাম প্রতিনিধি

  ২০ মার্চ ২০১৮, ১৮:৩৪

চট্টগ্রাম নগরীর লেকসিটি আবাসিক এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দুইটি এলজি, তিনটি দেশীয় বন্দুক ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার দিনগত রাতে লেকসিটি আবাসিক এলাকার একটি সুপারি বাগান থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মোহাম্মদ রিপন (৩৬)।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ।

--------------------------------------------------------
আরও পড়ুন: চার কাঁধে চড়ে মার কাছে গেলো ছেলে
--------------------------------------------------------

তিনি বলেন, রিপনের বিরুদ্ধে নগরী ও জেলার বিভিন্ন থানায় ছয়টির বেশি মামলা রয়েছে।

নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের বিশেষ দল সুপারীবাগান এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় একাধিক মামলার আসামি রিপনকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে থাকা একটি ব্যাগে দুটি এলজি, তিনটি দেশীয় বন্দুক ও আট রাউন্ড কার্তুজ পাওয়া যায়।

আরও পড়ুন:

জেবি/এসএস.

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চবির শাটল ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
সীতাকুণ্ডের ঝরনায় পর্যটকের মৃত্যু
একাধিক পদে চট্টগ্রাম বন্দরে চাকরির সুযোগ
নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে জিপের ধাক্কা, বিদেশি শিক্ষার্থীর মৃত্যু
X
Fresh