• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

স্বামী হত্যায় স্ত্রীর ফাঁসি

মানিকগঞ্জ প্রতিনিধি

  ২০ মার্চ ২০১৮, ১৬:৩৯

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ দুইজনের ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

মঙ্গলবার বেলা ১১টায় মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান খান আসামিদের অনুপস্থিতে এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সেলিনা আক্তার ও নজরুল।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালে দুই নভেম্বর জেলার হরিরামপুর উপজেলার কামারঘোনা গ্রামের রিকশা চালক ইদ্রিস আলীকে (৩৫) গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের এসআই মাহবুবুল আলম বাদী হয়ে নিহতের স্ত্রীসহ তিনজনকে আসামি করে মামলা করেন। আদালত এদের মধ্যে নিহতের স্ত্রী সেলিনা আক্তার এবং মো. নজরুল ইসলামকে ফাঁসির আদেশ দেন। অপর আসামি দুলালকে বেকসুর খালাস দেয়া হয়।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪৪ বিলিয়ন ডলার জালিয়াতির দায়ে ভিয়েতনামের ধনকুবেরের মৃত্যুদণ্ড
শবে কদরের রাতে ছেলের খুনিকে ক্ষমা করলেন বাবা
দুদকের মামলায় সাবেক এমপি কাদের খানের চার বছরের কারাদণ্ড 
মিথ্যা পরিচয়ে বিয়ে, স্বামীসহ ৪ জনের যাবজ্জীবন
X
Fresh