• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাত আটক

কক্সবাজার প্রতিনিধি

  ২০ মার্চ ২০১৮, ১৫:৩৪

কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে পাঁচ রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে সাতটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলোর মধ্যে রয়েছে দুইটি রামদা, দুইটি কিরিচ ও তিনটি দা।

সোমবার দিনগত রাতে উপজেলার মুধুছড়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

তারা হলেন বিবি জোন ব্লকের মৃত রফিকের ছেলে মো করিম (৪৬), মধুরছড়া এএ ব্লকের মৃত হাবিবুল্লার ছেলে মো. আমিন (২৬), নুর মোহাম্মদের ছেলে মো. শাকের (২০), কুতুপালংয়ের মৃত নুর আলমের ছেলে মো. রশিদ (২১) ও নাইটংপাড়ার আবু বক্করের ছেলে মো. নূর ইসলাম (২৬)।

--------------------------------------------------------
আরও পড়ুন: দ্রুত খালেদার মুক্তি দিতে হবে: মিনু
--------------------------------------------------------

মেজর রুহুল আমিন আরটিভি অনলাইনকে বলেন, সোমবার দিনগত রাতে উখিয়ার মধুছড়া এলাকায় একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবর পেয়ে র‌্যাব অভিযান চালায়। পরে সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ডাকাতদের উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন:

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রামুতে ডাকাতের আক্রমণে বাবা-ছেলে নিহত
ইউটিউব দেখে ব্যাংক ডাকাতি শেখেন আরিফুল
বান্দরবানে ব্যাংক ডাকাতি, ৫২ জন দুদিনের রিমান্ডে
পাকিস্তানে রোজার মাসে ছিনতাই-ডাকাতির ঘটনায় ১৯ মৃত্যু
X
Fresh