• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিয়ে বাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১৯ মার্চ ২০১৮, ১৯:৩৯

বিয়ে বাড়িতে গান বাজানোর ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাপুইর গ্রামে দুইদলের সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন দুইজন।

রোববার দিনগত রাতে ওই গ্রামের রহিম মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন রুনা বেগম (৩৫) ও বাবুল মিয়া (৪০)।

গুরুতর আহতরা হলেন জয়নাল মিয়া (৩০), জামাল মিয়া (৫০), সাইফুল ইসলাম (২৫), রাব্বি মিয়া (১৮), মজনু মিয়া (৬০), রিফাত (৩০), কালু মিয়া (৪০), ইকবাল মিয়া (৩৩), শাহিন মিয়া (৩০), বাদল মিয়া (৩৫), নাঈম মিয়া (৫০), শরিফুল ইসলাম (১৮), জানু মিয়া (২৫)। তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: বাস-মাহিন্দ্রর সংঘর্ষে হালুয়াঘাটে নিহত ৩
--------------------------------------------------------

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, গতকাল রাতে চাপুইর গ্রামের রহিম মিয়ার মেয়ের বিয়েতে গান বাজানোকে কেন্দ্র করে একই গ্রামের বাবুল মেম্বারের ছেলে রাজু আহমেদ এবং সর্দারবাড়ির শামসুল হকের ছেলে বিল্লাল মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়।

এরই জের ধরে সোমবার সকাল ১০টায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটানস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। অভিযোগ দিলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

আরও পড়ুন:

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা নিক্ষেপ
পঞ্চগড়ে ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষ, নিহত ২
মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০
সুনামগঞ্জ শহরে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
X
Fresh