• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পার্বত্যাঞ্চলের দুই জেলায় অবরোধের ডাক

খাগড়াছড়ি প্রতিনিধি

  ১৯ মার্চ ২০১৮, ১৬:৪৪

পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-এর দুই নেতাকে গ্রেপ্তারের দাবিতে আগামী বুধবার খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠন।

প্রসিত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্রপরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন যৌথভাবে এ কর্মসূচির ঘোষণা দেয়।

সোমবার দুপুরে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দ্বিতীয়া চাকমা স্বাক্ষরিত স্থানীয় গণমাধ্যম কর্মীদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: ছাত্রলীগ নেতা শাওনের মরদেহ কবর থেকে উত্তোলন
--------------------------------------------------------

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কুখ্যাত সন্ত্রাসী ও বিভিন্ন মামলার পলাতক আসামি তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং গতকাল রোববার রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ির আবাসিক এলাকা থেকে অপহৃত হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে উদ্ধারের দাবিতে এই কর্মসূচি পালন করা হবে।

এই দুই জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণ এবং প্রশাসনকে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন:

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চতুর্থ দিনেও উত্তাল চুয়েট, সড়ক অবরোধ
রাঙ্গামাটিতে অর্ধদিবস অবরোধ ডাকল ইউপিডিএফ
বেরোবি শিক্ষার্থীর টাকা ছিনতাই, মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ
X
Fresh