• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জাফর ইকবালকে ছুরিকাঘাত: ৭ দিনের রিমান্ডে সোহাগ

সিলেট প্রতিনিধি

  ১৯ মার্চ ২০১৮, ১৫:৩৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় সোহাগ নামে এক ফেরিওয়ালাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট মুখ্য মহানগর হাকিম বিচারক সাইফুজ্জামান হিরো তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার রাতে সিলেট নগরীর কালিবাড়ি এলাকা থেকে সোহাগকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জাফর ইকবালকে হামলাকারী ফয়জুল স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, সোহাগ তাকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করেন। পরে রোববার সোহাগকে আটক করা হয়।

জালালাবাদ থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, সোমবার সোহাগকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আটক সোহাগ সুনামগঞ্জের দিরাই উপজেলার উমেদনগর এলাকার সাদেকুর রহমানের ছেলে।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে পলাতক 
বান্দরবানে ব্যাংক ডাকাতি, ৫২ জন দুদিনের রিমান্ডে
মেলার চাঁদা নিয়ে বিরোধ, মাদরাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
ময়মনসিংহে ছুরিকাঘাতে শ্রমিক খুন
X
Fresh