• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মাদারীপুরে বসতঘর পুড়ে শিশুর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

  ১৯ মার্চ ২০১৮, ১৪:৫৯

মাদারীপুরের শিবচর উপজেলায় আগুনে পুড়ে এক শিশু মারা গেছে। এছাড়া দুটি বসতঘর ও একাধিক গবাদিপশু পুড়ে যায়।

সোমবার ভোররাতে উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত চারজন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মিয়া আরটিভি অনলাইনকে জানান, চরকামারকান্দি গ্রামের কিনাই মাদবরের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পাশের গোয়ালঘরে ছড়িয়ে পড়ে।

--------------------------------------------------------
আরও পড়ুন: নাসিরনগরে দিন-দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
--------------------------------------------------------

বসতঘরে কিনাই মাদবর, তার স্ত্রী ইসমত আরা ও ১০ বছরের প্রতিবন্ধী শিশুকন্যা সাজেদা ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে সবাই ছোটাছুটি শুরু করে। এসময় ঘরের ভেতরে আটকা পড়ে ওই শিশুটি। এলাকাবাসী এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগেই দুটি বসতঘরসহ আগুনে পুড়ে মারা যায় শিশু সাজেদা। এছাড়া গোয়ালঘরে থাকা একাধিক গবাদিপশুও পুড়ে মারা গেছে। এদিকে আগুন নেভাতে গিয়ে আহত চারজনকে চিকিৎসা দেয়া হয়েছে।

আরও পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু
৪৯ বছর পর মাকে খুঁজে পেলেন এলিজাবেথ
মাদারীপুরে স্কুলব্যাগ ভর্তি ককটেলসহ আটক ১
বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত ১, আহত ২
X
Fresh