• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

৩ কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি

আরটিভি অনলাইন রিপোর্ট, কুষ্টিয়া

  ২০ অক্টোবর ২০১৬, ১৯:১৯

কুষ্টিয়া সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময় আটক করা প্রায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করেছে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া মিরপুর বিজিবি সেক্টরে আনুষ্ঠানিকভাবে মাদকগুলো ধ্বংস করে।

এ সময় মাদকের ভয়াবহতা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান, পুলিশ সুপার প্রলয় চিসিম।

এছাড়াও মিরপুরসহ আশপাশের কয়েক উপজেলার নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি এবং এলাকার স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে হাতুড়ি দিয়ে ভেঙে ও আগুনে পুড়িয়ে মাদক ধ্বংস করা হয়। মাদকের মধ্যে ছিল প্রায় ১১ হাজার বোতল ফেনসিডিল, ৯ হাজার ৮শ’ ৭১ বোতল বিদেশি মদ, ১২২ কেজি গাঁজাসহ বিভিন্ন ধরনের ট্যাবলেট, ইনজেকশন।

এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh