• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ভেদরগঞ্জে আগুনে পুড়ে দুই বোন কয়লা

শরীয়তপুর প্রতিনিধি

  ১৯ মার্চ ২০১৮, ১৪:১৪

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে দুই বোনের মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে উপজেলার শিবসন গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো মাফিয়া (৬) ও আসমা (৮)। তারা শিবসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রী এবং শিবসন গ্রামের মনির সরকারের মেয়ে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল হক আকন্দ আরটিভি অনলাইনকে জানান, রোববার বিকেলে মনির সরকারের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: টঙ্গীতে দানবাক্স ভেঙে মসজিদের টাকা চুরি
--------------------------------------------------------

মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে ওই বাড়ির আরও চারটি টিনের ঘর পুড়ে যায়। ঘটনার সময় আগুন দেখে শিশু দুটি তাদের ঘরে লুকিয়ে ছিল। আগুন চারদিকে ছড়িয়ে পড়লে তারা ঘর থেকে বের হতে পারেনি। ফলে এই মর্মান্তিক মৃত্যু ঘটে।

শিশু দুজনের মরদেহ দেখে মা খোদেজা বেগম জ্ঞান হারিয়ে ফেলেন। এ ঘটনায় ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শরীয়তপুর ফায়ার স্টেশন অফিসার মো. আবদুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, শিবসন এলাকায় আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যুর খবর আমাদেরকে কেউ জানায়নি। এ বিষয়ে আমি কিছুই জানি না।

আরও পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্যামবাজারে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে 
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
গরমে এসি ও ফ্যানের বাজারে আগুন
নোয়াখালীর চৌমুহনী বাজারে আগুনে পুড়ল ২৫ দোকান
X
Fresh