• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি

পুলিশ সুপারের অফিসের স্টেনোগ্রাফারসহ ৮ জন গ্রেপ্তার

বগুড়া অফিস

  ১৮ মার্চ ২০১৮, ২১:৫৩

জয়পুরহাট পুলিশ সুপার(এসপি) অফিসের স্টেনোগ্রাফারসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

মোটা অংকের টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির মাধ্যমে পুলিশের চাকরি পাইয়ে দেয়ার চেষ্টার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জয়পুরহাট পুলিশ সুপার অফিসের স্টেনোগ্রাফার ও বগুড়ার সোনাতলা থানার হাসরাজ গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম, একই এলাকার ইউপি সদস্য আব্দুল মান্নান, জাকির হোসেন, মিল্লাত হোসেন, আইনুর ইসলাম, জুয়েল হাসান, আল-আমিন এবং মনির হোসেন।

গত তিনদিন ধরে অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তারের পর শনিবার রাতে তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আসলাম আলী জানান, জালিয়াত চক্রের ১২ জনের নামে থানায় মামলা হয়েছে। এদের মধ্যে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক ৪ জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
ঘরে ঝুলছিল তরুণের মরদেহ
চলছে শিল্পী সমিতির নির্বাচন : এফডিসিতে নিরাপত্তা জোরদার
শিশুকে গলাকেটে হত্যা, নানা গ্রেপ্তার 
X
Fresh